ঠাকুরগাঁওয়ে দুই ইটভাটাকে সোয়া ৩ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ১২:২৭ পিএম, ২৩ ডিসেম্বর ২০২২

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে ইটভাটা চালানোর দায়ে দুই মালিককে তিন লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের লোলপুকুর ডিএমম উচ্চ বিদ্যালয়ের পাশে মেসার্স জনতা ব্রিকস্ ফিল্ডের সত্ত্বাধিকারী এমদাদুর রহমান এন্তাকে তিন লাখ টাকা এবং ধনতলা ইউনিয়নের নাগেশ্বরবাড়ী এলাকার মেসার্স এস জে ভি ব্রিকস্ ফিল্ডের সত্ত্বাধিকারী জাহাঙ্গীর আলমতে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বালিয়াডাঙ্গী ইউএনও বিপুল কুমার এ অর্থদণ্ডের আদেশ দেন।

অধিদপ্তরের পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী বলেন, উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে অবৈধভাবে পরিচালনার দায়ে দুটি ইট ভাটাকে জরিমানা করা হয়েছে। জরিমানার সঙ্গে সঙ্গে মেসার্স জনতা ব্রিকস্ ফিল্ড নামে ইট ভাটায় দেওয়া আগুন স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীদের দ্বারা পুরোপুরি নিভিয়ে দেওয়া হয়েছে।

ইউএনও বিপুল কুমার বলেন, অভিযানে জরিমানার পাশাপাশি অন্যান্য ইট ভাটা মালিকদের সতর্ক করা হয়েছে। নিয়ম মেনে ও বৈধ কাগজপত্র থাকলেই ভাটা পরিচালনা করতে পারবেন। অবৈধ পন্থা অবলম্বন করলেই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আনামসহ অন্যান্য পুলিশ সদস্য এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একদল সদস্যরা অভিযানে উপস্থিত ছিলেন।

তানভীর হাসান তানু/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।