গাইবান্ধায় অগ্নিকাণ্ডে পুড়লো ৮ দোকান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০২:৪৩ পিএম, ২৩ ডিসেম্বর ২০২২

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কালীবাড়ি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের গোডাউনসহ আটটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) ভোরে কালিবাড়ী হাটের পাশের মার্কেটে আল-আমিনের চালের আড়ত থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট টানা তিনঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, ফজরের নামাজে যাওয়ার সময় কালিবাড়ী হাটের পাশের মার্কেটে আল-আমিনের চালের আড়তে আগুন দেখতে পান মুসুল্লিরা। মুহুর্তের মধ্যে পুরো মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে তৎপরতা চালায় ফায়ার সার্ভিসের কর্মীরা।

আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো- আল-আমিনের চালের আড়ত, রঞ্জুর ওষুধের দোকান ও গুদাম, আলমের ক্রোকারিজের দোকান, সাঈদের হার্ডওয়্যার গুদাম, সামছুলের কাপড়ের দোকান, আব্দুল জব্বার ও আল-আমিন নামে অপর একজনের চানাচুর বিস্কুটের গুদাম। আগুনে এসব ব্যবসা প্রতিষ্ঠানে থাকা মালামাল ও নগদ টাকা অন্তত সাত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

jagonews24

চাল ব্যবসায়ী আল-আমিন জানান, আগুনে অন্তত ৮টি দোকান ও দোকানের মালামাল পুড়ে গেছে। তার দোকানে থাকা প্রায় ৪০ লাখ টাকার চাল আগুনে পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকারি সহযোগিতার দাবি জানান তিনি।

পলাশবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মশিউর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে গাইবান্ধা, গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে টানা তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

আগুনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুজ্জামান নয়ন, উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ ও পলাশবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা।

জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।