নির্মাণাধীন রাইস মিলে দুই হাজার টন অবৈধ ধান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৩:২২ পিএম, ২৩ ডিসেম্বর ২০২২

বগুড়া সদর উপজেলায় মেঘনা গ্রুপের নির্মাণাধীন রাইস মিল থেকে প্রায় দুই হাজার টন অবৈধ ধান উদ্ধার করেছে খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়। শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সদরের মানিকচক এলাকায় এক অভিযানে এসব ধান উদ্ধার করা হয়।

ধানগুলো নিয়ে এসেছে মেঘনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান তানভীর ফুড লিমিটেড। তাদের নির্মাণাধীন অটোরাইস মিলে বৃহস্পতিবার থেকে ধানভর্তি ট্রাকগুলো আসা শুরু করে।

অভিযান পরিচালনাকারী সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা খাদ্য বিভাগ জানায়, মানিকচক এলাকায় মেঘনা গ্রুপের রাইস মিল স্থাপন হচ্ছে। এখনও মিলটি চালু হয়নি। বৃহস্পতিবার থেকে এখানে একাধিক ট্রাকে করে ধান আসছে, এমন একটি খবর আসে। খবর পেয়ে মিল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩৪টি ট্রাকে প্রায় ৬৫০ টন এবং মিল ক্যাম্পাসে ১৪শ টন ধান পাওয়া যায়। এসব ধানের কোনো বৈধ কাগজ না থাকায় অবৈধ বলে উল্লেখ করছে খাদ্য নিয়ন্ত্রক দপ্তর।

এ বিষয়ে তানভীর ফুড লিমিটেডের সিনিয়র ডিজিএম প্রকৌশলী কেতাউর রহমান বলেন, আমাদের রাইস মিলে ধান ভাঙার ট্রায়াল দিতে হবে। এজন্য এই ধানগুলো আনা হয়েছে। এই অটো মিলে প্রতি ঘণ্টায় প্রায় ৪০ টন ধান ভাঙার ক্যাপাসিটি হবে।

সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, অভিযানে গিয়ে ওই অটোরাইস মিলের কোনো লাইসেন্স পাওয়া যায়নি। যেহেতু রাইস মিল চালু হয়নি, তাই মিল চলার লাইসেন্সও পায়নি তারা। আবার চাল নিয়ে আসার জন্য আমদানিকারকের লাইসেন্স দরকার সেটিও দেখাতে পারেননি। সুতরাং এই ধানগুলোকে আমরা অবৈধ বলবো।

মনিরুল ইসলাম আরও জানান, অবৈধ ধান উদ্ধারের ঘটনায় মামলা হবে। এছাড়া রাইস মিল কর্তৃপক্ষকে দ্রুত লাইসেন্স করে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।