ভৈরবে ২০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেফতার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৫:১৯ এএম, ২৪ ডিসেম্বর ২০২২

কিশোরগঞ্জের ভৈরবে মাদক পাচারের সময়ে ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব।গ্রেফতার মাদক কারবারি হলেন, ব্রাহ্মণবাড়িয়ার জেলার সদর থানার মধ্য মেড্ডা এলাকার প্রয়াত মতিলাল দাসের ছেলে মানিক লাল দাস (২১)।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের নাটালের মোড় এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ এক কারবারি ও একটি পিকআপ জব্দ করা হয়েছে।

ভৈরব র‍্যাব ক্যাম্পের সিনিয়র সহকারি পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলীর সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের নাটালের মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সন্দেহজনক একটি পিকআপে তল্লাশি চালিয়ে মোট ২০ কেজি গাঁজা জব্দ করা হয়। এসময় মাদক পরিবহনের পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, একটি চক্র প্রতিনিয়তই সীমান্তবর্তী এলাকা থেকে চোরা চালানের মাধ্যমে সংগ্রহ করে মাদকদ্রব্য গাঁজা সড়ক পথে দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে আসছে।

মাদকদ্রব্য ও গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান।

রাজীবুল হাসান/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।