বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেলো যুবকের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১১:৪৭ এএম, ২৪ ডিসেম্বর ২০২২

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মতিউর রহমান (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে শহরের নিশিন্দারা এলাকার এক তেলের পাম্পের পাশে এ ঘটনা ঘটে। মতিউর রহমান বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের কালিবালা গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে। তিনি শহরের গোদারপাড়া এলাকার বি.জি ল্যাবরেটরিজে কর্মরত ছিলেন।

বগুড়া সদর থানা সূত্রে জানা যায়, শনিবার সকালে মতিউর বাড়ি থেকে গোদারপাড়া অফিসে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা মতিউরকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে গেলে সকাল পৌনে ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপ শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) সুজন মিয়া জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা আছে। দুর্বৃত্তের ছুরিকাঘাতে মতিউর খুন হয়েছেন। এ বিষয়ে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের কাজ শুরু হয়েছে। তবে কে বা কারা এই হামলা করলো তা প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়া যায়নি।

জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।