সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০২:০৩ পিএম, ২৪ ডিসেম্বর ২০২২

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সুনামগঞ্জে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজনে শহরের পুরাতন বাসস্ট্যান্ডের এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ার পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিমউদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সহ সভাপতি অ্যাডভোকেট আজমল আলম খান।

তিনি বলেন, দেশে গণতন্ত্র, মানবাধিকার, আইন-আদালত কিচ্ছু নেই। বিএনপি গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে নেমেছে। আমরা সরকার উৎখাত চাই না। আমরা গণতান্ত্রিকভাবে সুষ্ঠু অন্তর্বর্তীকালীন নির্বাচন চাই। সুষ্ঠু নির্বাচনের দাবিতে ১০ দফা এবং রাষ্ট্র মেরামতের ২৭ দফা দাবি আদায় করা হবে। আগেই যদি নির্বাচন দিয়ে দেয় ভালো নাহলে আন্দোলনের মুখে টিকে থাকতে পারবে না সরকার।

jagonews24

এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য অ্যাডভোকেট ওবায়দুল হক নাসিম মিজানুর রহমান মিজান, সাবেক সংসদ সদস্য নজির হোসেন, জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট শেরেনুর আলী, ফুল মিয়া, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হকসহ জেলা ও উপজেলা বিএনপির নেতারা।

এদিকে বিএনপির এ কর্মসূচিকে ঘিরে পুরো শহর জুড়ে সর্বোচ্চ সতর্কতামূলক অবস্থানে দেখা গেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। মিছিলের সামনে থেকে নিরাপত্তা দেয় পুলিশ।

লিপসন আহমেদ/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।