কক্সবাজারে অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার
কক্সবাজার শহরের উত্তরন আবাসিক এলাকা থেকে জাহাঙ্গীর আলম (২৫) নামের তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে কক্সবাজার সদর থানা পুলিশ।
এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি ১টি এলজি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জাহাঙ্গীর আলম শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ার এবিসি ঘোনার ফরিদুল আলমের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ছিনতাই মামলা রয়েছে।
কক্সবাজার সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, ২০০৭ সালে শহরে বিডিআর ক্যাম্প এলাকার হত্যাসহ ডাকাতি মামলার আসামি ধৃত জাহাঙ্গীর। ২০১৪ সালে শহরের ৩ লক্ষ টাকা ছিনতাই মামলার এজাহার ভুক্ত আসামি সে। এছাড়া সে শহরের ত্রাস রকি বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে দায়িত্ব পালন করছেন।
কক্সবাজার সদর থানা পুলিশের ওসি মাহফুজুর রহমান জানান, দুর্ধর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে।