সুনামগঞ্জে জামায়াত-শিবিরের ৪ নেতাকর্মী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৩:২৮ পিএম, ২৪ ডিসেম্বর ২০২২

নাশকতা পরিকল্পনার অভিযোগে সুনামগঞ্জে জামায়াত ও শিবিরের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়া ও কাজির পয়েন্ট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তবে তাৎক্ষণিক চার নেতাকর্মীর নাম জানা যায়নি।

পুলিশ জানায়, সুনামগঞ্জ জেলা বিএনপির গণমিছিলে অংশ নিয়ে সুনামগঞ্জ পৌর শহরে নাশকতা পরিকল্পনা করেন জামায়াত-শিবিরের চার নেতাকর্মী। বিষয়টি বুঝতে পেরে পৌর শহরের উকিলপাড়া ও কাজির পয়েন্ট এলাকার গণমিছিল থেকে তাদের আটক করে পুলিশ।

আটকের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী।

লিপসন আহমেদ/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।