নীলফামারীতে পুলিশি বাধায় ছত্রভঙ্গ বিএনপির গণমিছিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ২৪ ডিসেম্বর ২০২২

নীলফামারীতে গ্রেফতার বিএনপির সব নেতাদের মুক্তিসহ ১০ দফা দাবির গণমিছিলে বাধা দেওয়ার অভিযোগ করেছে দলীয় নেতাকর্মীরা। শনিবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হওয়ার সময় বাধা দেয় পুলিশ।

এসময় জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকার, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান কোকোসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে অফিস চত্বরে অবরুদ্ধ করে রাখে পুলিশ।

জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোরশেদ আযম বলেন, আমরা যখন নেতাকর্মী নিয়ে বিএনপি অফিসে যাই তখন পুলিশ হামলা চালিয়ে ছত্রভঙ্গ করে দেয়। আমরা আবার একত্রিত হয়ে বিএনপি অফিসের দিকে যেতে চাইলে পুলিশ আবারও ধাওয়া করে।

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকার বলেন, আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। তারাও আমাদের কার্যক্রমে অনুমতি দিয়েছে। সকাল ৯টা থেকে বিএনপি ও এর সব সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। গণতন্ত্রের দেশে পুলিশ অগণতান্ত্রিক আচরণ করেছে।

তিনি অভিযোগ করেন, নেতাকর্মীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দে পুলিশ। শুধু তাই নয় শহরের বিভিন্ন মোড়ে ও পাড়া মহল্লায় পুলিশ অবস্থান নিয়ে দুপুর ১২টা পর্যন্ত কাউকে শহরে প্রবেশ করতে দেয়নি।

নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, প্রতিদিনের ন্যায় আইনশৃঙ্খলা রক্ষার্থে শহরে দায়িত্ব পালন করছি। বিএনপির মিছিলে বাধা বা অবরুদ্ধের কোনো ঘটনা ঘটেনি।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।