গাড়িতে বসে বিএনপির গণমিছিল দেখলেন শামীম ওসমান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ২৪ ডিসেম্বর ২০২২

গাড়িতে বসে বিএনপির গণমিছিল দেখলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তবে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। শুধুমাত্র গাড়িতে বসেই নীরবে মিছিল দেখেছেন তিনি।

স্থানীয়রা জানান, কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে গণমিছিল বের করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি। মিছিলকে কেন্দ্র করে শহরের মিশনপাড়া এলাকায় নেতাকর্মীরা জমায়েত হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে শহড়জুড়ে গণমিছিল করেন। মিছিলটি শহরের চাষাঢ়া এলাকা অতিক্রম করার সময় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান গাড়ি আটকে যায়। এ সময় শামীম ওসমান গাড়ির গ্লাস খুলে হাসিমুখে মিছিল দেখেন। গাড়িতে শামীম ওসমানকে দেখে মিডিয়াকর্মীরা ছুটে গেলেও তিনি কোনো মন্তব্য করেননি।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান জাগো নিউজকে বলেন, শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে কোনো ধরনের বাধা দেবো না। তবে তারা যদি কর্মসূচির নামে জনগণের জান-মালের ক্ষতি করে তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।