বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতির বাড়িতে ডাকাতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২২

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগমের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাসার সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে গেছে। শনিবার (২৪ ডিসেম্বর) দিনগত রাতে শহরের নয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, আওয়ামী লীগের জাতীয় সম্মেলন থাকায় গত কয়েকদিন শাহীনা বেগম ঢাকায় অবস্থান করছিলেন। এ সুযোগে শনিবার (২৪ ডিসেম্বর) রাত আনুমানিক আড়াইটার দিকে ডাকাত দল পিছনের গেটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে। প্রথমে তারা শাহীনা বেগমের মাকে জিম্মি করে। তার চিৎকারে অন্যরুম থেকে তিন বোন ও কাজের মেয়ে রুমে আসামাত্রই অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। পরে তাদের মোবাইল ফোনসহ গলায় ও হাতে থাকা স্বর্ণের গহনা ছিনিয়ে নেয়।

শাহীনা বেগমের ছোট বোন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিউলী বেগম জানান, ৬-৭ জনের ডাকাতদল ঘণ্টাব্যাপী বাড়িঘরে লুটপাট চালায়। তারপর তাদের জিম্মি করে প্রতিটি রুমের আলমারি, শোকেস ও ড্রেসিং টেবিলের ড্রয়ার ভেঙে নগদ প্রায় ২০ লাখ টাকা, তিনটি মোবাইল ফোন ও আনুমানিক ১২০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম মুঠোফোনে জানান, পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে। বাড়ি ফিরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে বাড়ির লোকজনের মাধ্যমে পুরো বিষয়টি জেনেছি। ডাকাতদের গ্রেফতার ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। মামলা হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মো. নাসিম উদ্দিন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।