পুকুরে ডুবে প্রাণ গেলো ৩ বছরের শিশুর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:২২ পিএম, ২৫ ডিসেম্বর ২০২২
ফাইল ছবি

বগুড়ার ধুনটে পুকুরের পানিতে ডুবে মনিরুল ইসলাম (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের জোলাগাতি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

শিশু মনিরুল ইসলাম একই গ্রামের লাভলু শেখের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে শিশু মনিরুলকে বাড়ির উঠোনে খেলতে দিয়ে তার পরিবারের লোকজন গৃহস্থালির কাজ করছিলেন। খেলার একপর্যায়ে শিশুটি সবার অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। দুপুর ১২টার দিকে তার ভাসমান মরদেহ উদ্ধার করেন স্বজনরা।

মথুরাপুর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মী হায়দার আলী জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।