যশোরে জেলি পুশ করা ৬০০ কেজি চিংড়ি ধ্বংস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০২:২৫ পিএম, ২৬ ডিসেম্বর ২০২২

যশোরে অস্বাস্থ্যকর জেলি পুশ করা ৬০০ কেজি চিংড়ি মাছ ধ্বংস করেছে র‌্যাব।

রোববার (২৫ ডিসেম্বর) দিনগত রাতে অভিযান চালিয়ে একটি বাস থেকে ওই মাছ জব্দ করা হয়।

র‌্যাব-৬, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমান জাগো নিউজকে বলেন, গোপন খবরের ভিত্তিতে রোববার রাতে যশোর ক্যাম্পের এএসপি মো. নাজমুল হক ও সদর উপজেলা মৎস্য অফিসার মো. জয়নুল আবেদীনের সমন্বয়ে একটি আভিযানিক দল শহরের মনিহার মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে বাসে তল্লাশি করি। এসময় একটি বাস থেকে ককসিট ভর্তি ৬০০ কেজি চিংড়ি মাছ, ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করা প্রমাণ পাওয়া যায়। পরে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ সংশোধিত ২০০৯ এর ৪/৪ এবং ৩/৫ এর ধারা অনুযায়ী জব্দ করা চিংড়ি ধ্বংস করা হয়।

মিলন রহমান/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।