এক বছরের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ৪ বছর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৪:২৪ পিএম, ২৭ ডিসেম্বর ২০২২
পুলিশের হাতে গ্রেফতার নাছির আহম্মদ

এক বছরের সাজা হয়েছিল নাছির আহম্মদ ভূঁইয়া (৪৮) নামের এক ব্যক্তির। তবে সেই সাজা থেকে বাঁচতে চার বছর ধরে আত্মগোপনে ছিলেন তিনি। শেষ পর্যন্ত গ্রেফতার হয়েছেন পুলিশের কাছে।

চেক জালিয়াতির মামলায় মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে ফেনী আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার নাছির সোনাগাজী পৌরসভার উত্তর চর চান্দিয়া এলাকার বাসিন্দা মকবুল আহম্মেদের ছেলে। তবে নাছির জাতীয় পরিচয়পত্রে নিজেকে নোয়াখালী সদর উপজেলার উজ্জ্বলপুর এলাকার বাসিন্দা হিসেবে উল্লেখ করেছেন। তার বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে একাধিক মামলা আছে।

পুলিশ জানায়, ২০১৮ সালের জানুয়ারিতে উপজেলার সোনাপুর এলাকার স্কুলশিক্ষক সফিকুল ইসলাম চেক প্রতারণার অভিযোগে নাছিরের বিরুদ্ধে আদালতে একটি মামলা করেন। পরে ওই মামলায় নাছিরকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ। তবে কিছুদিন পর নাছির জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান। এরপর তিনি আর আদালতে হাজির হননি। একই বছরের ডিসেম্বরে নাছিরকে এক বছরের কারাদণ্ড ও চার লাখ টাকা জরিমানা করেন আদালত।

সোনাগাজী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জুয়েল সরকার জাগো নিউজকে বলেন, ফেনীর আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা পাওয়ার পর পুলিশ নাছিরের খোঁজে মাঠে নামে। তবে নাছির প্রায়ই স্থান পরিবর্তন করতেন। অবশেষে সোমবার রাতে ফেনী পৌর শহরের ট্রাংক রোড এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে নাছিরকে গ্রেফতার করা হয়েছে।

নাছিরকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে ফেনীর কারাগারে পাঠানো হয়েছে বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেস হোসেন দাইয়ান।

আবদুল্লাহ আল-মামুন/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।