ঠাকুরগাঁওয়ে ২৪ জোড়া তরুণ-তরুণীর গণবিয়ে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৭:০৬ পিএম, ২৭ ডিসেম্বর ২০২২

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ক্যাথলিক চার্চে খ্রিস্টান সম্প্রদায়ের ৪৮ তরুণ-তরুণীর যৌতুকবিহীন গণবিয়ে সম্পন্ন হয়েছে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের মতে, এটিকে ‘সাকামেন্ট’ বলা হয়।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে রুহিয়া ক্যাথলিক চার্চে এই বিয়ে সম্পন্ন হয়।

jagonews24

প্রতিবছর বড়দিনের একদিন পর সামাজিক আনুষ্ঠানিকতা শেষে ২৭ ডিসেম্বর গণবিয়ের আয়োজন করা হয়।

রুহিয়া ক্যাথলিক চার্চের ধর্জযাজক ফাদার অ্যান্থনী সেন বলেন, খ্রিস্টানদের বিয়েতে যৌতুক প্রথা নেই। ২৬ ডিসেম্বর গায়েহলুদসহ আনুষ্ঠানিকতা চলে। ২৭ ডিসেম্বর আয়োজন করা হয় বিয়ের। এবার ২৪ জোড়া তরুণ-তরুণীর বিয়ে সম্পন্ন করা হয়েছে।

jagonews24

বিয়েতে বর-কনেরা পরস্পরকে স্বামী-স্ত্রী হিসেবে পেয়ে আনন্দ প্রকাশ করেন। নতুন জীবনে সুখী হওয়ার জন্য দোয়া প্রার্থনা করেন নতুন দম্পতিরা।

তানভীর হাসান তানু/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।