ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল রোহিঙ্গা ক্যাম্প

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৪:২৩ পিএম, ২৯ ডিসেম্বর ২০২২

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের একটি ওয়াশ সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও ওয়াশ সেন্টারের বিভিন্ন আসবাবপত্র পুড়ে ৮-১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে চাকমারকুল ২১ নম্বর এফডিএম ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মোহাম্মদ ইমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

jagonews24

চাকমারকুল ক্যাম্পের দায়িত্বরত ভলান্টিয়ারদের বরাতে ফায়ার সার্ভিস কর্মকর্তা ইমদাদুল ইসলাম জানান, এনজিও সংস্থা ব্র্যাকের ওয়াশ সেন্টারে আগুন লাগলে ভলান্টিয়াররা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। এরই মধ্যে খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে আসে। পরে ফায়ার সার্ভিস সদস্যরা ভলান্টিয়ারদের সঙ্গে নিয়ে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি বলেন, তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে অতীতের মতো বড় ধরনের দুর্ঘটনা ঘটতো। আসবাবপত্রসহ ওয়াশ সেন্টারটি পুড়ে গেলেও আশপাশ বেঁচে গেছে।

ক্যাম্পের একটি সূত্র জানায়, ওয়াশ সেন্টারের কিচেন রুমের পাশে ডিজেলসহ অন্যান্য কিছু দাহ্য পদার্থ রাখা হতো। সেখান থেকে অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হতে পারে।

সায়ীদ আলমগীর/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।