ঘন কুয়াশায় সৈয়দপুরে অবতরণ করেনি কোনো ফ্লাইট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০১:০৫ পিএম, ৩১ ডিসেম্বর ২০২২

ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের জেলা নীলফামারী। সপ্তাহজুড়ে প্রায় প্রতিদিন সন্ধ্যা থেকে পরদিন দুপুর ১২টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে এই জনপদ। দৃষ্টিসীমা কম থাকায় ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে ছাড়েনি কোনো ফ্লাইট। এতে বিঘ্ন ঘটছে বিমানবন্দরের কার্যক্রমে।

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে ঢাকা থেকে ফ্লাইট না ছাড়ায় সৈয়দপুর বিমানবন্দরে কোনো ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন করতে পারেনি।

ঘন কুয়াশায় সৈয়দপুরে অবতরণ করেনি কোনো বিমান

বিমানবন্দরের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার মজিবুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘন কুয়াশার কারণে বিমানবন্দরে বিমান চলাচল এখনো স্বাভাবিক হয়নি। দৃষ্টি সীমানা পরিমাপ করছি। কোনো ফ্লাইট বাতিল করা হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে ঢাকা থেকে বিমান উড্ডয়ন করবে। তবে বিমান চলাচল স্বাভাবিক হতে আরও এক ঘণ্টা সময় লাগতে পারে।

এদিকে ঘন কুয়াশার কারণে চিলাহাটি-খুলনা রুটে চলাচলকারী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি থেকে ৩০ মিনিট বিলম্বে ছেড়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন চিলাহাটি রেলওয়ে স্টেশন মাস্টার টুটুল চন্দ্র।

জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।