সিরাজগঞ্জে কিউকমের সিইও রিপন মিয়ার বিরুদ্ধে মামলা
সিরাজগঞ্জে ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিপন মিয়ার নামে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে।
সিরাজগঞ্জ আদালতে শহরের ব্যবসায়ী গোলাম মোস্তফা তালুকদারের ছেলে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র সাদাফ মোস্তফা বাদী হয়ে এ মামলা করেন।
শনিবার (৩১ ডিসেম্বর) বিকেলে মামলার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বাদীপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট রেজাউল করিম রাখাল। তিনি বলেন, বৃহস্পতিবারে মামলাটি করা হলে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেলাল হোসেন মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।
মামলার বাদী সাদাফ মোস্তফা জাগো নিউজকে জানান, মোটরসাইকেল ও মোবাইলফোন বাবদ কিউকম ডটকমের সিইও রিপন মিয়া তার কাছ থেকে মোট ৪ লাখ ২৭ হাজার ৯৬০ টাকা গ্রহণ করেন। কিন্তু নির্ধারিত সময়ে সেগুলো দিতে ব্যর্থ হন। পরে টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করেন। এ অবস্থায় তাকে বারবার তাগাদা দিয়েও কোনো কাজ হয়নি। একপর্যায়ে গত ১৫ ডিসেম্বর টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান। পরে বাধ্য হয়ে তিনি মামলা করেন।
এমআরআর/জিকেএস