এনজিও খুলে প্রতারণা, আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৯:২১ এএম, ০১ জানুয়ারি ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে এনজিও খুলে প্রতারণার অভিযোগে দুইজনকে আটক করেছে র‌্যাব।

শনিবার (৩১ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলা সোনাইচন্ডী বাজারের ভুয়া এনজিওটির অফিস থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-উপজেলার মেলাডঙ্গা এলাকার শাহারুল (২২) (মূল হোতা) ও আল আমিন (২১)।

রোববার (১ জানুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকিরের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে গ্রামের সহজ-সরল মানুষকে অধিক লাভের লোভ দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে রাজ ডেভেলপমেন্ট সোসাইটি নামে একটি ভুয়া এনজিও প্রতিষ্ঠা করে। অনেক মানুষের কোটি কোটি টাকা হাতিয়ে নেয়।

এ এনজিও এর মাধ্যমে গ্রাহকের জমানো টাকা হাতিয়ে নিচ্ছিলেন তারা। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে ওই এনজিওর মালিকসহ দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নাচোল থানায় মামলা প্রক্রিয়াধীন।

সোহান মাহমুদ/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।