চাঁদপুরে গ্যাসের সন্ধান
চাঁদপুরে টিউবয়েল বসাতে গিয়ে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। ওই গ্যাসের চাপে ২ ফুট উপর পর্যন্ত আগুন জ্বলছে এবং অনবরত টিউবওয়েলের মুখ দিয়ে পানি ঝরছে।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের উত্তর সুবিদপুর আলী আহম্মদ ছৈয়াল বাড়িতে এ ঘটনা। এ ঘটনার পর বিভিন্ন এলাকার মানুষ টিউবয়েলের কাছে ভিড় করছেন।
জানা গেছে, ২০ দিন আগে টিউবয়েল বসানোর কাজ শুরু করে ওই বাড়ির ইউনুছ মিয়া। কলমিস্ত্রিরা মাটির ৯৫ ফুট নিচে তাদের পাইপ বসালে সেখানে প্রচণ্ডভাবে গ্যাস এবং পানি চাপ অনুভব করে। এরপরও তারা সেখানে টিউবওয়েল বসায়। কিন্তু সেখান থেকে অনবরত গ্যাস এবং পানি বের হতে থাকে। গ্যাসের চাপ বুঝতে তারা টিউবওয়েলের মাথায় আগুন ধরিয়ে দিলে সেই আগুনের চাপ ২ ফিট উপর পর্যন্ত জ্বলতে থাকে। সেই সঙ্গে অনবরত পানি পড়ছে। গত কয়েকদিনের পানিতে আশপাশে বেশ কিছু খাল ভরাট হয়ে গেছে।
ইউনুছ মিয়া বলেন, টিউবওয়েল বসিয়েছি, কিন্তু পানি থেতে পারছি না।
কলমিস্ত্রিরা বলেছেন,গ্যাসের পরিমাণ যদি কম হয় তাহলে কয়েকদিন পর পানি ব্যবহার করা যাবে। আর যদি গ্যাস বেশি থাকে তাহলে আর এই পানি ব্যবহার করা যাবে না।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম বলেন, বিষয়টি জেনেছি। খতিয়ে দেখার জন্য জনস্বাস্থ্য কর্মকর্তাকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে।