পঞ্চগড়ে অব্যাহত শৈত্যপ্রবাহ, জনজীবনে স্থবিরতা
উত্তরের জেলা পঞ্চগড়ে অব্যাহত রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। সোমবার সকালে সর্বনিম্ন ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।
রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শুক্রবার সর্বনিম্ন ৮ দশমিক ৭ এবং শনিবারও একই তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।
তবে সপ্তাহজুড়ে প্রতিদিন বিকাল থেকে পরদিন দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকলেও দুপুরের পর ঝলমলে রোদে কিছুটা স্বস্তি দেখা মিলছে। আর বিকেল থেকে উত্তরের হিমশীতল বাতাসে কনকনে শীত অনুভূত হয়। ঘন কুয়াশায় সকাল ১০টার পরও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা যায়। কনকনে শীত ও ঘন কুয়াশায় ছিন্নমূল আর খেটে খাওয়া মানুষের দুর্ভোগের পাশাপাশি আয় কমে গেছে রিকশা ও ভ্যানচালকদের।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ এর মধ্যে থাকলে সেই এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলে। চলমান শৈত্যপ্রবাহের কারণে কনকনে শীতে কৃষি শ্রমিক ও পাথর শ্রমিকদের কষ্ট বেড়েছে। এসব শ্রমিকদের প্রতিদিন সকালেই কাজে যেতে হয়। কিন্তু সকালে ঠান্ডার কারণে কাজ করা যাচ্ছে না। স্বাভাবিক জনজীবনেও দেখা দিয়েছে স্থবিরতা।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জাগো নিউজকে বলেন, সোমবার সকালে সর্বনিম্ন ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। চারদিন ধরে টানা শৈত্যপ্রবাহে উত্তরের এই জেলার জনজীবনে দেখা দিয়েছে দুর্ভোগ। এই অবস্থা আরও কয়েক দিন থাকতে পারে।
সফিকুল আলম/জেএস/জিকেএস