আইন অমান্য করায় ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০২:৩৮ পিএম, ০২ জানুয়ারি ২০২৩

কুড়িগ্রামে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অমান্য করায় একটি ইটভাটাকে সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

সোমবার (২ জানুয়ারি) কুড়িগ্রামের নাগেশ্বরীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। এসময় পৌরসভায় অবস্থিত মেসার্স কে. বি. ব্রিকস নামে একটি ভাটাকে সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়।

এ অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাতের নেতৃত্বে কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

আইন অমান্য করায় ইটভাটা গুড়িয়ে দিলো প্রশাসন

মোবাইল কোর্ট পরিচালনাকালে ইটভাটা মালিকদের অবৈধ ইটভাটা বন্ধে পোড়া মাটির ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট তৈরির নির্দেশনা দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে ছাড়পত্রবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

ফজলুল করিম ফারাজী/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।