সীমান্ত হত্যা বন্ধে আন্তরিকতার অভাব নেই: বিজিবি মহাপরিচালক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ০২ জানুয়ারি ২০২৩

সীমান্ত হত্যা বন্ধে আন্তরিকতার কোনো অভাব নেই বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ।

সোমবার (২ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিজিবি ২৫ ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় উত্তর-পূর্ব রিজিওনের আয়োজনে দুস্থদের মাঝে কম্বল বিতরণ শেষে এ কথা বলেন তিনি।

বিজিবি প্রধান বলেন, আমরা যখন আলোচনায় বসি তখন উভয়ের কমন ইন্টারেস্টগুলো শুনি। আমরা আমাদের পয়েন্টগুলো দিই, তারা তাদের পয়েন্টগুলো দেন। পয়েন্টগুলো নিয়ে আমরা কাজ করি। আলোচনায় উভয়পক্ষ চাই সীমান্ত নিয়ন্ত্রণে রাখবো। বিভিন্ন পর্যায়ে সবসময় আলোচনা চলমান আছে। নতুন বছর আমরা শুরু করলাম। আশা করি, নতুন বছরে সীমান্ত পরিস্থিতি আরও অনেক বেশি উন্নতি হবে।

এক প্রশ্নের জবাবে মেজর জেনারেল সাকিল আহমেদ বলেন, আখাউড়া স্থলবন্দরে যে কাজটি বন্ধ করা হয়েছে, তা বাধা নয়। সীমান্তের ১৫০ গজের মধ্যে কাজ করতে হলে, তা উভয়পক্ষের সমঝোতার মাধ্যমে করতে হয়। যেটা বন্ধ ছিল তা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের দিকের কাজটি হবে, পাশাপাশি তাদের দিকের কাজও শুরু করবে। বিষয়টি সমাধান হয়ে গেছে।

বিজিবি প্রধান শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন শেষে পাঁচ শতাধিক হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ করেন।

এসময় উত্তর-পূর্ব রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল ইসলাম, ২৫ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ আরমান আরিফ, বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ আশিক হাসান উল্লাহসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আবুল হাসনাত মো রাফি/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।