পঞ্চগড়ে প্রতিবন্ধী দিবস পালিত


প্রকাশিত: ১১:৪৫ এএম, ০৩ ডিসেম্বর ২০১৪

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে র‌্যালিটি শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে। এতে জেলা প্রশাসকসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিশু পরিবারের সদস্য এবং বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশ নেয়।

র‌্যালি শেষে জেলা শিশু একাডেমি চত্ত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শহিদুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট বক্তৃতা করেন।

অনুষ্ঠানে ৫৮ জন প্রতিবন্ধীর প্রত্যেককে একটি করে হুইল চেয়ার এবং অন্যান্যদের প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।