ময়লার স্তূপে পড়ে ছিল নবজাতকের মরদেহ, পাহারা দিচ্ছিল কুকুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৪:০২ পিএম, ০৩ জানুয়ারি ২০২৩
ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুরে ময়লার স্তূপ থেকে পলিথিন মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকটির বয়স আনুমানিক একদিন। কয়েকটি কুকুর শিশুটিকে পাহারা দিচ্ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে শ্রীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গরুহাটের পশ্চিম পাশের ময়লার স্তূপ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী আজিজুল বলেন, সকাল ৮টার দিকে ময়লা ফেলতে যাওয়ার সময় নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখি। এরপর আমি ডাকাডাকি করলে বাজারের লোকজন ছুটে আসেন। পরে পৌরসভার কাউন্সিলরকে খবর দেওয়া হয়।

তিনি আরও জানান, এসময় নবজাতকের মরদেহের চারপাশে অনেকগুলো কুকুর পাহারা দিচ্ছিল।

শ্রীপুর পৌরসভার ২নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসুদ প্রধান নবজাতকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, কে বা কারা নবজাতকটির মরদেহ ফেলে গেছে জানা যায়নি। শিশুটির পরিচয় শনাক্তে বিভিন্ন হাসপাতাল-ক্লিনিকে খোঁজ নেওয়া হচ্ছে।

আমিনুল ইসলাম/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।