ঘরে ঘরে ছাত্রলীগের দুর্গ গড়ে তুলতে হবে: তোফায়েল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০১:১০ পিএম, ০৪ জানুয়ারি ২০২৩

 

আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘরে ঘরে ছাত্রলীগের দুর্গ গড়ে তোলার আহবান জানিয়েছেন সাবেক মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।

ছাত্রলীগরে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে ভোলায় অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।

তোফায়েল আহমেদও বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না।

jagonews24

আলোচনা সভায় আরও বক্তব্য দেন- ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।

ভোলা জেলা ছাত্র লীগের সভাপতি রাইহান আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ হিমেলের সঞ্চালনায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জুয়েল সাহা বিকাশ/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।