ফের যশোর চেম্বার অব কমার্সের নির্বাচন স্থগিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৯:২৫ পিএম, ০৫ জানুয়ারি ২০২৩

আবারও যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন স্থগিত করেছে আদালত। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাত ৮টার দিকে নির্বাচন বোর্ডের আহ্বায়ক ও সিনিয়র সহকারী ম্যাজিস্ট্রেট কেএম আবু নওশাদ স্থগিতের বিজ্ঞপ্তি প্রকাশ করেন। আগামী ৭ জানুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল।

একেএম আবু নওশাদ বলেন, নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের আগে আমরা দুই প্যানেলের প্রার্থীদের সঙ্গে বৈঠক করি। বৈঠক শেষে জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান, চেম্বারের প্রশাসক রফিকুল হাসানসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা আলোচনা করে আদালতের আদেশ মেনে আনুষ্ঠানিকভাবে স্থগিতাদেশের বিজ্ঞপ্তি দিয়েছি।

সূত্র মতে, মেসার্স পারভেজ ট্রেডার্সের মালিক মেহেদী হাসান (ভোটার নম্বর-৬৪২) বুধবার সিনিয়র সহকারী জজ আদালতে মামলা করেন। বিচারক সুজাতা আমিন স্থগিত আদেশ ও বিবাদীদের এক কার্যদিবসের মধ্যে আদালতে হাজির হয়ে অভিযোগের বিষয়ে শুনানিতে অংশগ্রহণের নির্দেশ দেন। বৃহস্পতিবার বিকাল ৪টায় আদালতের ওই আদেশের কপি জেলা প্রশাসকের দপ্তরে অর্থাৎ জেলা প্রশাসনের নির্বাচন বোর্ডের কার্যালয়ে এসে পৌঁছায়। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।

এদিকে বাদী মেহেদী হাসান মামলায় অভিযোগ করেছেন, ইতোমধ্যে প্রকাশিত ভোটার তালিকায় তিনশোর বেশি ভোটারের হালনাগাদ কোনো আয়কর সনদ নেই। তারা আয়কর সনদের মূল কপি দাখিল না করে বেআইনিভাবে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন, যা বেআইনি। এসব অভিযোগ এনে নির্বাচন কমিশনার বরাবর অভিযোগ দিলে সেটি গ্রহণ না করায় আদালতে মামলা করেন।

দীর্ঘ আট বছর পর ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্বাচনে প্রার্থী দিয়ে ব্যবসায়ী ঐক্য পরিষদ ভোটযুদ্ধে মাঠে নামেন। প্রার্থীরা এক মাস ধরে প্রচার প্রচারণা চালিয়েছেন। কিন্তু দুদিন আগে নির্বাচন স্থগিত করা হলো।

মিলন রহমান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।