নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা, আহত ৭

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ১১:৪৫ এএম, ০৮ জানুয়ারি ২০২৩

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে চালকসহ সাতজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের সুদিয়াখলা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী হবিগঞ্জ-সিলেট বিরতিহীন এক্সপ্রেস গাড়িটি বেপরোয়া গতিতে শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখলা এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দেয়। এ সময় চালকসহ সাতজন আহত হন।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোরশেদ আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কামরুজ্জামান আল রিয়াদ/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।