বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফের সম্মেলন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৮:২৯ পিএম, ০৮ জানুয়ারি ২০২৩

যশোরের বেনাপোলের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মধ্যে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ জানুয়ারি) বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিএসএফের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল তেরোঘর চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

বিএসএফের পাঁচ সদস্যের নেতৃত্ব দেন বিএসএফের ১৫৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার শ্রী হরেন্দ্র সিং কুমার। বিজিবির পাঁচ সদস্যের নেতৃত্ব দেন খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান।

jagonews24

বিজিবি সূত্র জানায়, বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র, মাদক চোরাচালান ও নারী-শিশু পাচার রোধে উভয় পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

খুলনা-২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান জানান, সম্মেলন শেষে সন্ধ্যায় বিএসএফের প্রতিনিধি দল ভারতে ফিরে যান।

মো. জামাল হোসেন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।