নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক বসতঘরে, ঘুমিয়ে থাকা শিশু নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৯:১৬ এএম, ০৯ জানুয়ারি ২০২৩

কুড়িগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের গুড়ি বোঝাই ট্রাক রাস্তা থেকে বসত ঘরের ওপর পড়ে যায়। এসময় ঘরে ঘুমিয়ে থাকা ইছা মিয়া (৭) নামের এক শিশু মারা যায়।

রোববার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে শিমুল গাছের গুড়ি নিয়ে যাত্রাপুর বাজার থেকে ঢাকা যাওয়ার পথে এ ঘটনা ঘটে। নিহত ইছা মিয়া যাত্রাপুর ইউনিয়নের পরিষদ পাড়ার বাসিন্দা সফিকুল ইসলামের ছেলে।

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক বসতঘরে, ঘুমিয়ে থাকা শিশু নিহত

স্থানীয়রা জানায়, ঝুঁকিপূর্ণ বাধ রাস্তা দিয়ে গাছের গুড়ি নিয়ে যাওয়ার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ঘরের ওপর পরে যায়। এসময় ঘরে ঘুমিয়ে থাকা শিশু ইছা মিয়ার গায়ের উপর গাছের গুড়ি পড়ে। এতে করে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগীতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটির মরদেহ উদ্ধার করে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির মরদেহ গাছের গুড়ির নিচ থেকে উদ্ধার করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ফজলুল করিম ফারাজী/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।