বেনাপোলে পলাতক ৯ আসামি গ্রেফতার, মদ জব্দ
যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ৯ জন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। এসময় ছয় বোতল বিদেশি মদ জব্দ করে পুলিশ।
সোমবার (৯ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পোর্ট থানা এলাকার বিভিন্ন জায়গায় এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিরা হলেন পোর্ট থানার সাদীপুর গ্রামের রাকিবুজ্জামান দিপু (১৯), কাগমারী গ্রামের হাবিবুর রহমান ওরফে আবু বকর সিদ্দিক (১৮), একই গ্রামের আশিক হোসেন (১৯), শাহ আলম (৩২), দক্ষিণ বারপোতা গ্রামের সৈয়েদুল ইসলাম খোকন (৩৫), একই গ্রামের আব্দুল্লাহ (৩০), দিঘিরপাড় গ্রামের আনিচুর রহমান (৪০), রাসেল (২২) ও শিকড়ি গ্রামের মুশারেফ হোসেন (৩৮)।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, গ্রেফতার আসামিদের যশোর আদালতে পাঠানো হয়েছে।
জামাল হোসেন/এসআর/এমএস