বিয়ের জন্য ডেকে নিয়ে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ১০ জানুয়ারি ২০২৩

ময়মনসিংহের ভালুকা উপজেলায় বিয়ের জন্য ডেকে নিয়ে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে ওই স্কুলছাত্রী বাদী হয়ে ভালুকা থানায় মামলা করেছে। ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম মামলার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

মামলার বরাত দিয়ে তিনি বলেন, স্কুলছাত্রী সুমন নামে এক যুবকের সঙ্গে মোবাইলে কথা বলতেন। কথা বলার এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মেয়েটি ৮ জানুয়ারি সকাল ১০টার দিকে বই আনতে স্কুলে যায়। বেলা সাড়ে ১১টার দিকে ফেরার পথে বিয়ে করবে বলে তাকে সিএনজিচালিত অটোরিকশায় ভালুকা ও পরে ময়মনসিংহে নিয়ে যান সুমন।

পরিদর্শক জাহাঙ্গীর আরও বলেন, ময়মনসিংহে কিছুক্ষণ ঘোরাফেরার পর সুমন মেয়েটিকে গফরগাঁও নিয়ে যান। রাত হয়ে গেলে অটোরিকশায় ভালুকার রাজৈর ইউনিয়নে নিয়ে যান। পরে সেখানে একটি খোলা মাঠে নিয়ে সুমনসহ চার বন্ধু মিলে তাকে রাতভর ধর্ষণ করেন। ভোর হয়ে গেলে ওই ছাত্রীকে ফেলে চলে যান সুমন ও তার বন্ধুরা।

পুলিশের এ কর্মকর্তা বলেন, মোবাইলে সম্পর্ক হওয়ায় তাদের সবার নাম ঠিকানা জানে না মেয়েটি। তাই অজ্ঞাতনামা আসামী করে মামলা নেওয়া হয়েছে। একইসঙ্গে ভুক্তভোগীকে ফরেনসিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।

মঞ্জুরুল ইসলাম/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।