যশোরে ট্রাকচাপায় নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ১২:৫২ এএম, ১১ জানুয়ারি ২০২৩
নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস

যশোরে ট্রাকের চাপায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ জানুয়ারি) রাতে যশোর-ঝিনাইদহ মহাসড়কের চুড়ামনকাটি সানতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মোটরসাইকেলচালক যশোরের চৌগাছা উপজেলার হযরত আলী (৩৫) ও যাত্রী ঝিনাইদহের কালীগঞ্জের মাছ ব্যবসায়ী বুলবুল (৪০)।

jagonews24

স্থানীয় ও নিহতদের স্বজন সূত্রে জানা গেছে, কালীগঞ্জ থেকে মোটরসাইকেল ভাড়া করে যশোর যাচ্ছিলেন বুলবুল। রাত সাড়ে ৯টার দিকে তাদের মোটরসাইকেল যশোর-ঝিনাইদহ মহাসড়কের চুড়ামনকাটি সানতলা এলাকায় পৌঁছালে একটি ট্রাকচাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই বুলবুল ও হযরত আলীর মৃত্যু হয়।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিস ও বারোবাজার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। তারা নিহত দুজনের মরদেহ উদ্ধার করে। মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়।

বারোবাজার হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল ইসলাম জানিয়েছেন, মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

মিলন রহমান/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।