ইয়াবা পাচার: মিয়ানমারের ৬ নাগরিককে ১০ বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ১১ জানুয়ারি ২০২৩
ফাইল ছবি

কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় মিয়ানমারের ৬ নাগরিককে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন জেলা দায়রা ও জজ আদালত। এছাড়া দণ্ডপ্রাপ্তদের ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশও দেওয়া হয়।

বুধবার (১১ জানুয়ারি) দুপুরে কক্সবাজার জেলা দায়রা ও জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ আদেশ দেন। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।

আরো পড়ুন- গোয়ালঘর থেকে গরু ডাকাতি, সকালে মিললো যুবকের হাত-পা বাঁধা মরদেহ

দণ্ডপ্রাপ্তরা হলেন, মিয়ানমারের আকিয়াব শহরের বরিমা বরুয়ানের ছেলে চওনা বরুয়া, তারাইংনা শহরের খ্যাইন চউলের ছেলে লাম সিং, আকিয়াবের রাসি অং এর ছেলে মং সা, তাজ অংয়ের ছেলে চওনা, উলাটি অংয়ের ছেলে মং চেতে ও মৎ সাওর ছেলে উয়া নাই।

মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম জানিয়েছেন, ২০১৮ সালের ১ মার্চ টেকনাফের সেন্টমার্টিনের নিকটবর্তী সাগর থেকে ৩ লাখ ইয়াবাসহ মিয়ানমারের ৬ নাগরিককে আটক করে কোস্টগার্ড সদস্যরা। এ ঘটনায় কোস্টগার্ড কর্মকর্তা খলিলুর রহমান বাদী হয়ে টেকনাফ থানায় মামলা দায়ের করেছিলেন।

আরো পড়ুন- পর্যটকদের সমুদ্রের পাশাপাশি পাহাড়ে টানতে স্বপ্নতরী পার্কের যাত্রা

মামলাটির সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক বুধবার রায় প্রদান করেন। রায় প্রদানকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন বলেও জানান তিনি।

সায়ীদ আলমগীর/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।