কালীগঞ্জ পৌর-নির্বাচন : আ.লীগের ২ বিএনপির ১ বিদ্রোহী প্রার্থী

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:২৪ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

উৎসবমুখর পরিবেশে ঝিনাইদহের কালীগঞ্জে পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে আওয়ামী লীগের ২ এবং বিএনপির ১ জন বিদ্রোহী প্রার্থী রয়েছে।

প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মকছেদ আলী, স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের সদস্য মেয়র মোস্তাফিজুর রহমান বিজু (আওয়ামী লীগ), স্বতন্ত্র প্রার্থী মাসুদুর রহমান মন্টু (আওয়ামী লীগ), বিএনপির মনোনীত প্রার্থী আতিয়ার রহমান, স্বতন্ত্র প্রার্থী আশরাফুজ্জামান লাল (বিএনপি) ও জাকের পার্টির মনোনীত প্রাথী নুরুল ইসলাম। এছাড়া ৯টি ওয়ার্ডে পুরুষ কাউন্সিলর পদে ৫৪ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ঝিনাইদহ নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা যায়, আগামী ২০ মার্চ অনুষ্ঠিত হবে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার নির্বাচন। ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা ১৯৯০ সালের ১৪ মার্চ প্রতিষ্ঠিত হয়। আয়তন ১৫.৮৩ বর্গ কিলোমিটার। মোট ভোটার ৩০৭৩৪ জন। এর মধ্যে পুরুষ ১৫৪৪৬ জন ও নারী ১৫৩২২ জন। ৯টি ওয়ার্ড নিয়ে পৌরসভাটি গঠিত।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।