অসুস্থ দাদাকে দেখে ফেরার পথে প্রাণ গেলো নাতির
ভোলায় অসুস্থ দাদাকে দেখে ফেরার পথে অটোরিকশার ধাক্কায় মো. মেহেদী হাসান (৫) নামে এক শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক সড়কের কাইমুদ্দিন মোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী চরফ্যাশন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আইয়ুব আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু মেহেদীর বাবা চরফ্যাশন পৌর ৮ নম্বর ওয়ার্ডে নতুন বাড়িতে বসবাস করেন। আর দাদা মো. রবিউল হক গ্রামের বাড়িতে থাকেন। মেহেদী বাবা-মায়ের সঙ্গে অসুস্থ দাদাকে দেখতে যায়। দুপুরে ব্যাটারিচালিত অটোরিকশায় ফেরার পথে আরেকটি অটোরিকশা ধাক্কা দেয়। এতে শিশু মেহেদী অটোরিকশার চাকার নিচে পড়ে আহত হয়। তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জুয়েল সাহা বিকাশ/এসজে/জিকেএস