মেহেরপুরে অনলাইন জুয়ার এজেন্ট কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৬:২৬ পিএম, ১২ জানুয়ারি ২০২৩
গ্রেফতার হেলাল হোসেন

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় হেলাল হোসেন (২৮) নামের অনলাইন জুয়ার এক এজেন্টকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। হেলাল উপজেলার মহাজনপুর গ্রামের খানপাড়া এলাকার জাকের আলীর ছেলে।

আরও পড়ুন: জমির মূল্যবৃদ্ধি পাওয়ায় মেহেরপুরে রেজিস্ট্রি বন্ধ 

গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, অনলাইন জুয়ায় জড়িত থাকার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এজাহারভুক্ত আসামি হেলাল হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানা পুলিশ বৃহস্পতিবার ভোরে হেলালের বাড়িতে অভিযান চালায়। গ্রেফতারের পর বিকেলে তাকে আদালতে নেওয়া হয়। বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুন: মেহেরপুরে ৪০ লাখ টাকার ডলারসহ যুবক আটক 

ওসি আরও বলেন, হেলাল অনলাইন জুয়ার এজেন্ট। তার কাছ থেকে পাওয়া সাতটি মোবাইলে অনলাইন জুয়ার কয়েক লাখ টাকা লেনদেনের তথ্য খুঁজে পায় পুলিশ। এর সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

আসিফ ইকবাল/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।