সিরাজগঞ্জে প্রতারণা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার
সিরাজগঞ্জের তাড়াশে প্রতারণা মামলায় মনিরুল ইসলাম মনি (৩৫) নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে আদালতে পাঠালে তিনি জামিন আবেদন করেন। আদালত তার জামিন মঞ্জুর করেন। মনিরুল উপজেলার নওগাঁ ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।
আরও পড়ুন: সিরাজগঞ্জে জমির নকল তোলাকে কেন্দ্র করে গুলিবিদ্ধ ২২
মামলার বাদী তাড়াশ সদর ইউনিয়নের মদকপুর গ্রামের শাহাদাৎ হোসেনের ছেলে বাবুল আকতার বলেন, ২০১২ সালের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অফিস সহকারী পদে চাকরি দেওয়ার কথা বলে তার কাছ থেকে ৩ লাখ টাকা নিয়েছিলেন মনিরুল। সরকারি চাকরির আশায় তিনি পৈতৃক জমি ও গরু বিক্রির টাকা তাকে দিয়েছিলেন। কিন্তু চাকরি হয়নি। পরে টাকা ফেরত চাইলে দেবেন বলে সময় পার করেন। এভাবে কয়েক বছর যাওয়ার পর টাকা দেবেন না বলে সাফ জানিয়ে দেন। এরপর থানায় প্রতারণা মামলা করেন বাবুল।
আরও পড়ুন: ৩ ব্যবসাপ্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা লাখ টাকা
তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জাগো নিউজকে বলেন, রাত আড়াইটার দিকে নিজ বাড়ি থেকে মনিরুলকে গ্রেফতার করে পুলিশ। দুপুরে আদালতে পাঠানো হয়।
সিরাজগঞ্জ জজ কোর্টের আইনজীবী লোকমান হাকিম জাগো নিউজকে বলেন, ওই যুবলীগ নেতার বিরুদ্ধে প্রতারণা মামলার ওয়ারেন্ট থাকায় পুলিশ গ্রেফতার করেছিল। তবে দুপুরে আদালতে আনা হলে তিনি জামিনে ছাড়া পেয়েছেন।
এম এ মালেক/এসজে/জেআইএম