চুলায় আগুন পোহাতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৭:০৪ পিএম, ১৩ জানুয়ারি ২০২৩

সিরাজগঞ্জে শীত নিবারণে আগুন পোহাতে গিয়ে জহুরা বেগম (৭১) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি সিরাজগঞ্জ শহরের দিয়ারধানগড়া মহল্লার মৃত রহিচ উদ্দিনের স্ত্রী।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, জহুরা বেগম গত সোমবার রাতে মাটির চুলায় আগুন পোহাচ্ছিলেন। এ সময় তার পরণের কাপড়ে আগুন লেগে যায়। তার চিৎকারে লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করলেও শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়।

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফরিদুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এম এ মালেক/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।