জামিনের পর কারাগার থেকে বের হলেন লাশ হয়ে
চাঁদপুরে চিকিৎসাধীন অবস্থায় মোস্তফা মিস্ত্রি (৪০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ জানুয়ারি) দিনগত রাত ১২টার দিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মোস্তফা মতলব দক্ষিণ উপজেলার ঘোড়াধারী গ্ৰামের বাসিন্দা।
চাঁদপুর জেলা কারাগারের জেলার মনির হোসাইন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাজতি মোস্তফা মানব পাচার মামলার আসামি ছিলেন। ২০২২ সালের ২৬ নভেম্বর তাকে জেলা কারাগারে পাঠানো হয়। তখন থেকেই তিনি এখানে ছিলেন। শুক্রবার রাত ১১টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোস্তফা। এসময় তাকে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জেলার মনির হোসাইন আরও জানান, পরিবারের দাবি বৃহস্পতিবার (১২ জানুয়ারি) নারায়ণগঞ্জ আদালত থেকে মোস্তফার জামিন হয়েছে। তবে আদালত থেকে জামিনের কোনো কাগজপত্র এখনো কারাগারে আসেনি।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, ওই ব্যক্তিকে রাতে হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় তিনি বুকে ব্যথা অনুভব করছিলেন। এর কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
নজরুল ইসলাম আতিক/এএইচ/এসআর/জেআইএম