হবিগঞ্জে বাসচাপায় নারী নিহত, মহাসড়ক অবরোধ
হবিগঞ্জে বাসচাপায় শাহিদা বেগম (৫৩) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা।
শনিবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের আইনগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিদা বেগম দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের আব্দুর নুরের স্ত্রী।
আরও পড়ুন: হবিগঞ্জে মক্তবে পড়তে যাওয়ার পথে শিশু খুন
স্থানীয়রা জানায়, সকালে উপজেলার বাউসা ইউনিয়নের বদরদী গ্রামে বোনের বাড়িতে যাচ্ছিলেন শাহিদা বেগম। আইনগাঁও এলাকায় মহাসড়ক পারাপার হওয়ার সময় হবিগঞ্জ থেকে সিলেটগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
এরপর বাস নিয়ে চালক দ্রুত পালিয়ে যান। পরে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেসের অন্য একটি বাস আটকে মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। এসময় আধাঘণ্টা মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে।
আরও পড়ুন: হবিগঞ্জে মিনিট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে যুবক নিহত
খবর পেয়ে পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে। এছাড়া হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ ঘটনাস্থল পরিদর্শন করেন।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানচলাচল স্বাভাবিক করে। বাসটি শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমআরআর/এএসএম