সিরাজগঞ্জে সংবর্ধিত কবির বিন আনোয়ার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৯:০৩ পিএম, ১৪ জানুয়ারি ২০২৩

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সদ্য অবসরপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব ও বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার অপুকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১৪ জানুয়ারি) বিকেল ৫টার দিকে সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপানে এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে মোড়ে একাধিক তোরণ নির্মাণ করে দলীয় নেতাকর্মীরা।

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. কে এম হোসেন আলী হাসানের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদারের সঞ্চালনায় কবির বিন আনোয়ার অপু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। এ দেশ শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে চলছে। নির্মিত হয়েছে পদ্মা সেতু থেকে শুরু করে মেট্রোরেল, ফ্লাইওভার, অথনৈতিক অঞ্চল, বঙ্গবন্ধু রেলসেতুসহ অসংখ্য স্থাপনা।

আরও পড়ুনআ’লীগের নির্বাচন সমন্বয়ের দায়িত্ব পালন করবেন কবির বিন আনোয়ার!

বঙ্গবন্ধুর কন্যার হাতে থাকলে দেশ আরও এগিয়ে যাবে। কিন্তু পাকিস্তান ও স্বৈরাচার এরশাদের মত আবারও বিএনপি জামায়াত মাথাচাড়া দিয়ে উঠেছে। এসবের বিরুদ্ধে তিনি সিরাজগঞ্জবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানান।

এ সময় সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী ও সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তাসহ জেলার প্রত্যেক উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এম এ মালেক/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।