বাংলাদেশকে জাপানের মতো উন্নত দেখতে চান মিস তামিকো

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ১৪ জানুয়ারি ২০২৩

ফরিদপুরের অকো-টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের মতো সবার চিন্তাভাবনা জাগ্রত হলে ভবিষ্যতে বাংলাদেশ জাপানের মতো হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন জাপানের সাপোর্ট সার্ভিস কোম্পানি লিমিটেডের মিস তামিকো মিজোয়ই।

ফরিদপুরে অকো-টেক্স গ্রুপের ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বিধবা ও বয়স্ক ত্রৈমাসিক ভাতা বিতরণ অনুষ্ঠানে অকো-টেক্স গ্রুপের এমডির কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে তিনি এ মন্তব্য করেন।

শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের পুরদিয়া গ্রামে আনসার আলী মিয়া মাদরাসা চত্বরে সাজিদ-সোবহান ফাউন্ডেশনের আয়োজনে ৪২০ জন ভাতাভোগীকে নগদ ৫০০ টাকা, ২৫ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি ডাল দেওয়া হয়।

আরও পড়ুন: ভিক্ষায় সংসার চলে ‘আসমানীর’ ছেলে আশরাফুলের

জেলার ছয়টি ইউনিয়ন সদরের কানাইপুর, কৈজুরী, কৃষ্ণনগর, চাঁদপুর এবং সালথা উপজেলার গট্টি ও আটঘর ইউনিয়নের এসব মানুষের মধ্যে প্রতি তিনমাস পরপর এ ভাতা দেওয়া হয়।

এ অনুষ্ঠানে অকো-টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সাজিদ-সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাতা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জাপানের সাপোর্ট সার্ভিস কোম্পানি লিমিটেডের মিস তামিকো মিজোয়ই।

বাংলাদেশকে জাপানের মতো উন্নত দেখতে চান মিস তামিকো

মিস তামিকো মিজোয়ই বলেন, বাংলাদেশ জাপানের মতো হলে আমার কাছেও খুব ভালো লাগবে। আমি বাংলাদেশকে জাপানের মতো উন্নত দেখতে চাই।

তিনি অকো-টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের সঙ্গে ব্যবসা করার আগ্রহ প্রকাশ করেন এবং তাকে নিয়ে জাপানে ভিন্ন রকমের কিছু করার কথা জানান। এছাড়া ভাতাভোগী এসব মানুষের কাছে ছুটে যান তিনি। তাদের কাছের মানুষের মতো বুকে টেনে নেন।

আরও পড়ুন: অদম্য সালমানকে এবার চাকরি দিলেন ফরিদপুরের ডিসি

অকো-টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেন, মিস তামিকো মিজোয়ই আমাদের গ্রামের পরিবেশ দেখে, আপনাদের দেখে আবেগাপ্লুত ও মুগ্ধ হয়েছেন। আমরা শুধু জনকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত নই, বরং আমি যখনই সুযোগ পাই তখনই আমার এই প্রিয় জন্মভূমি এবং দেশের জন্য চিন্তা করে থাকি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জান্নাত ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের পরিচালক সুমন ভূইয়ান, সালথা উপজেলার গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু ও কানাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন।

এরআগে মিস তামিকো মিজোয়ইকে সম্মাননা ক্রেস্ট ও অকো-টেক্স গ্রুপের লোগো সম্বলিত একটি টি-শার্ট উপহার দেন অকো-টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান।

অনুষ্ঠান শেষে জাপানের সাপোর্ট সার্ভিস কোম্পানি লিমিটেডের মিস তামিকো মিজোয়ই আনসার আলী দাখিল মাদরাসা, সাজিদ-সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশন, জহুরা-আনসার কেন্দ্রীয় জামে মসজিদ পরিদর্শন করেন।

এন কে বি নয়ন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।