ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবক (৩৬) নিহত হয়েছেন।
রোববার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার তুজারপুর ইউনিয়নের জানদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রকিব হক জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজবাড়ীগামী একটি ট্রেন সকাল ৮টার পর ভাঙ্গা স্টেশন ত্যাগ করে। ট্রেনটি ভাঙ্গার জানদী এলাকা অতিক্রমকালে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি। তবে নিহত ব্যক্তি ছিন্নমূল পাগল ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
এন কে বি নয়ন/এসআর/জেআইএম