প্রেমিককে বিয়ে করতে না পেরে আওয়ামী লীগ নেতার মেয়ের বিষপান

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৮:২৩ পিএম, ১৫ জানুয়ারি ২০২৩
প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে প্রেমিককে বিয়ে না করতে পেরে বিষপানে আত্মহত্যা করেছে সুমাইয়া শাওরিন নুরি (১৬) নামের এক কিশোরী।

শনিবার (১৪ জানুয়ারি) রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের পারদিঘী গ্রামে এ ঘটনা ঘটে।

সুমাইয়া শাওরিন উপজেলার ফতেপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পারদিঘী গ্রামের আসাদুজ্জামান খান আলীর মেয়ে। সে ফতেপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।

পুলিশ, ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ফতেপুর গ্রামের এক কিশোরের (১৭) সঙ্গে সুমাইয়ার প্রেমের সম্পর্ক ছিল। ওই কিশোর তার সহপাঠী। প্রেমের সম্পর্কের সূত্র ধরে সুমাইয়া শনিবার দুপুরে বিয়ের দাবিতে কিশোরের বাড়িতে ওঠে। খবর পেয়ে সুমাইয়ার বড় বোন মৌসুমী সেখান থেকে তাকে নিয়ে ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ মিয়ার বাড়িতে নিয়ে যান।

আরও পড়ুন: দুই স্ত্রীর ‘যন্ত্রণায়’ গলায় ফাঁসি নিলেন যুবক

সেখানে তাকে বুঝিয়ে বাড়ি নিয়ে যাওয়া হয়। বাড়িতে নিয়ে সুমাইয়াকে বকাঝকা করেন তার পরিবারের লোকজন। একপর্যায় সবার অজান্তে রাতে বিষপান করে ওই কিশোরী। রাত সাড়ে ৯টার দিকে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফতেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ মিয়া জানান, ওই কিশোর ও সুমাইয়া তার বিদ্যালয়ের শিক্ষার্থী। সুমাইয়া এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, বিয়ের দাবি পূরণ না হওয়ায় ওই স্কুলছাত্রী আত্মহত্যা করতে পারে বলে মনে করা হচ্ছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এস এম এরশাদ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।