যশোর চেম্বার অব কমার্সের নির্বাচন

আয়করের জাল সনদে করা মামলা খারিজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৮:৩৪ পিএম, ১৫ জানুয়ারি ২০২৩

যশোর চেম্বার অব কমার্সের ভোটারদের জাল আয়কর সনদ নিয়ে করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত। রোববার (১৫ জানুয়ারি) যশোরের সিনিয়র সহকারী জজ সুজাতা আমিন মামলাটি খারিজ করে ত্রুটিপূর্ণ ভোটার তালিকা সংশোধনের মাধ্যমে ভোটগ্রহণ করতে বলা হয়েছে।

গত ৪ জানুয়ারি যশোর চেম্বার অব কমার্সের সদস্য মেসার্স পারভেজ ট্রেডার্সের মালিক মেহেদী হাসানের (ভোটার নম্বর-৬৪২) করা মামলায় ভোটগ্রহণ স্থগিত করেন আদালত। মামলায় যশোর চেম্বার অব কমার্সের প্রশাসক, নির্বাচন বোর্ডের আহ্বায়ক (নির্বাহী ম্যাজিস্ট্রেট), বোর্ডের দুই সদস্য এবং আলম ট্রেডার্সের মালিক মো. আলম, সরোয়ার ট্রেডার্সের মালিক গোলাম সরোয়ার, রহিম স্টোরের মালিক আব্দুর রহিম ও যশোর কর অঞ্চলের উপকর কমিশনারকে বিবাদী করা হয়। সিনিয়র সহকারী জজ অভিযোগ আমলে নিয়ে নির্বাচন স্থগিত আদেশ ও বিবাদীদের এক কার্যদিবসের মধ্যে আদালতে হাজির হয়ে অভিযোগের বিষয়ে শুনানিতে অংশগ্রহণের নির্দেশ দেন। চেম্বার নির্বাচনে অংশ নেওয়া দুটি প্যানেলের প্রার্থীরা বিবাদী পক্ষ হয়ে আইনজীবী নিয়োগ করেন।

আরও পড়ুন: যশোর চেম্বার অব কমার্সের নির্বাচন অনিশ্চিত

বাদী পক্ষে অ্যাডভোকেট রফিকুল ইসলাম, বিবাদী পক্ষে নির্বাচনে অংশ নেওয়া ব্যবসায়ী ঐক্য পরিষদের হয়ে অ্যাডভোকেট নজরুল ইসলাম এবং ব্যবসায়ী অধিকার পরিষদের পক্ষে নাসির আলম এ শুনানিতে অংশ নেন।

আদালতের বেঞ্চ সহকারী শফিকুল ইসলাম মিঠু জানান, চেম্বার অব কমার্সের করা মামলাটি খারিজ করে দিয়ে আদালত ভোটার তালিকায় যদি অসঙ্গতি থাকে তাহলে সেটি সংশোধন করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন করতে নির্দেশ দেন।

এ ব্যাপারে যশোর চেম্বার অব কমার্সের প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রফিকুল হাসান জানান, মামলাটি খারিজ হওয়ার খবর জেনেছি। রায় হাতে পাবার পর দেখব সেখানে কী নির্দেশনা এসেছে। তবে নতুন করে নির্বাচন করতে হলে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে। ইতোমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি সব ভোটারের আয়কর সনদ আসল কিনা সেটি যাচাই করার।

আরও পড়ুন: ফের যশোর চেম্বার অব কমার্সের নির্বাচন স্থগিত 

দীর্ঘ আট বছর পর গত ৭ জানুয়ারি শোর চেম্বার অব কমার্সের নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু গত ৪ জানুয়ারি জাল আয়কর সনদ দিয়ে ভোটার করানো হয়েছে এমন অভিযোগ এনে মেসার্স পারভেজ ট্রেডার্সের মালিক মেহেদী হাসান বাদী হয়ে যশোরের আদালতে একটি মামলা করেন। এরপর আদালত এ নির্বাচন স্থগিতের আদেশ দেন।

মিলন রহমান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।