কালিহাতীতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪


প্রকাশিত: ১০:৫৭ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

টাঙ্গাইলের কালিহাতীতে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৯ জন।

বুধবার দুপর সাড়ে ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের জোকারচর এলাকায় ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, টাঙ্গাইলের বাসাইল সদর উপজেলার আবু আহম্মেদ মিয়ার ছেলে রাজু আহম্মেদ(৩৮), কালিহাতী উপজেলার আফজালপুর গ্রামের আব্দুর রহমান (৫০) ও সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সোহাগপুর গ্রামের আবু বকরের ছেলে খাদেম আলী (৩৫)। অপরজনের নাম পরিচয় জানা যায়নি।

Tangail-Accident
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুর রহমান জানান, উত্তরবঙ্গের জয়পুর হাট থেকে ছেড়ে আসা সালমা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের জোকার চর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাপড় ভর্তি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই পিকআপের চালকসহ ৩ জন নিহত হয়। পরে হাসপাতালে একজনের মৃত্যু হয়। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।