মেহেরপুরে মাদকসহ কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ১১:০১ এএম, ১৬ জানুয়ারি ২০২৩

মেহেরপুরে ১৫০ পিস ইয়াবাসহ ইমরান ওরফে শাকিল আহমেদ (২৪) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের রফিকুল ইসলামের বাড়ির সামনে থেকে তাকে আটক করেন। আটক শাকিল আহমেদ ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা শহরের ৩ নম্বর ওয়ার্ডের জাবেদ আলীর ছেলে।

আরও পড়ুন: কিশোরগঞ্জ জেলা ছাত্রদল সহ-সভাপতি গ্রেফতার

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইমরান ওরফে শাকিল পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থেকে ১৫০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে ডিবি পুলিশের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় মামলা করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠানো হবে।

আসিফ ইকবাল/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।