বাসচাপায় প্রাণ গেলো পরিবার পরিকল্পনা সহকারীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৩:২৭ পিএম, ১৬ জানুয়ারি ২০২৩

হবিগঞ্জে বাসচাপায় আহত পরিবার পরিকল্পনা সহকারী শিখা রাণী দাশ (৪০) মারা গেছেন। সোমবার (১৬ জানুয়ারি) সকালে আশঙ্কাজনক অবস্থায় সিলেট থেকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

শিখা রাণী দাশ লাখাই উপজেলায় পরিবার পরিকল্পনা সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামের মৃত অমল চন্দ্র দাশের স্ত্রী।

জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মীর সাজেদুর রহমান জানান, শিখা শনিবার সন্ধ্যায় হবিগঞ্জ জেলা শহর থেকে সিএনজি অটোরিকশাযোগে বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামে তার বাবার বাড়িতে যাচ্ছিলেন। পাথারিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার ভোরে সিলেট থেকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তার দু’টি সন্তান রয়েছে বলেও জানান তিনি।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।