দিন-দুপুরে যাত্রীবেশে অটোরিকশা ছিনতাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ১৬ জানুয়ারি ২০২৩

মুন্সিগঞ্জ শহরে যাত্রীবেশে চালককে অচেতন করে অটোরিকশা নিয়ে চম্পট দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের পুরাতন কাচারি এলাকার শহর জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় চালক ইকবাল হোসেনকে (৪২) মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সদর উপজেলার নয়াগাঁও গ্রামের সেলিম শেখের ছেলে।

আরও পড়ুন: শহর ছাড়লো জেসির পরিবার, ১১ দিনেও অধরা প্রধান আসামি

অটোরিকশাচালক ইকবালের শ্যালক মো. নুরুজ্জামান জানান, সকালে নিজের অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন ইকবার। দুপুর সাড়ে ১২টার দিকে শহরের মালপাড়া এলাকার সদর থানার সামনের সড়কে দুজন যাত্রী ওঠেন। তারা শহরের পুরাতন কাচারি এলাকায় যাচ্ছিলেন। সেখানে গিয়েই চালক ইকবালকে অচেতন করে অটোরিকশা নিয়ে পালিয়ে যান যাত্রীবেশী ছিনতাইকারী চক্রের ওই দুই সদস্য। সড়কের ওপর অচেতন অবস্থায় পড়ে থাকা চালক ইকবালকে পথচারীরা উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান।

সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. নাজমুল জানান, অটোরিকশাটি উদ্ধারের চেষ্টা চলছে। চালকের পরিবার থেকে অভিযোগ করা হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরাফাত রায়হান সাকিব/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।